ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ৯ মে ২০২০ | আপডেট: ১৮:০৪, ৯ মে ২০২০

Ekushey Television Ltd.

ফরিদপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং চারজন আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিএন্ডবি ঘাট এলাকার সুজন বেপারী (২৮), ক্ষিতিশ বিশ্বাসের ডাঙ্গি গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে বাবু খা (৫০) ও পালডাঙ্গি গ্রামের জয়নাল শেখের ছেলে রিপন শেখ (২৭)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু বলেন, শনিবার বেলা  সাড়ে ৩টার দিকে তারা সিএন্ডবি ঘাটে নৌকা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে দাফনের জন্য। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি