ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে বিএনপি নেতার মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ৯ মে ২০২০

বিএনপি নেতা শামছুর রহমান ঢেঙ্গা

বিএনপি নেতা শামছুর রহমান ঢেঙ্গা

যশোরের বেনাপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান ঢেঙ্গা (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। আজ শনিবার দুপুরে বেনাপোলের ভবেরবেড় গ্রামের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। 

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বেনাপোলের বিএনপির নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির এ নেতার মৃত্যতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ শার্শা থানা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি