ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ৯ মে ২০২০

বাউফল ম্যাপ

বাউফল ম্যাপ

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের অভিযোগে বাউফলের বগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে বগা বন্দর থেকে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

জানা যায়, গত ৩ মে একটি বিরোধপূর্ণ জমি থেকে মুগডাল সংগ্রহ নিয়ে রাজনগর গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী রাশিদা বেগম (৫০), ভাতিজি কুলসুম (৩২) ও পুত্রবধূ লাকি বেগমকে (২৫) প্রকাশ্যে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে মিজানুর ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনায় মিজানুরসহ আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ছত্তার হাওলাদারের ছেলে নূরুল ইসলাম।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা মিজানুরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি