ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা করলো ২ যুবক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ৯ মে ২০২০

শিশুর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ -ছবি একুশে টিভি।

শিশুর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ -ছবি একুশে টিভি।

গাজীপুরে অপহরণের ৩ ঘন্টা পর মুক্তিপণ না পেয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব আলম ও রাব্বি হোসেন নামে দুই গার্মেন্টসকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে সদর উপেজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে এদিন বিকেলে পাঁচ বছর বয়সী শিশু শারমিন সুলতানার মরদেহ ওই দুই যুবকের ভাড়া বাসার টয়লেটের ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহত শিশু শারমিন স্থানীয় হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীল আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম বাঘের বাজার এলাকায় একটি হোটেল ব্যবসা করে আসছিল। শনিবার সকালে পাশের বাড়ির ভাড়াটে মাহবুব ও রাব্বি তাকে অপহরণ করে নিয়ে যায়। মোবাইলে জাহাঙ্গীরের কাছে তারা ৩ লাখ টাকা মুক্তিপণও দাবি করে। টাকা না পেয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যার পর তাদের টয়লেটে লুকিয়ে রাখে। খোঁজাখুজির এক পযায়ে অভিযুক্তদের ভাড়া বাসার টয়লটে ওই শিশুর মরদেহ পায় এলাকাবাসী। 

পরে জয়দেবপুর থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় ওই দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশুটির বাবা জাহাঙ্গীর আলম।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি