ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে দুই শিশুসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৫, ১০ মে ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে একদিনে দুই শিশুসহ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়াল। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘আক্রান্ত তিনজনের মধ্যে উপজেলার বক্সনগর ইউনিয়নের বাসিন্দা দুই শিশুর একজনের বয়স ৫ বছরের নিচে অপর শিশুর বয়স ১০ বছর। সম্পর্কে তারা ভাই-বোন। বাকি একজনের বয়স ৪১। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।’

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, ‘সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি