ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ১০ মে ২০২০

জয়পুরহাটে আনোয়ার হোসেন শামিম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় মুনঝার বাজারে ওষুধের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন শামীম। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গলায়, বাম পাঁজরে এবং ডান হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত শামীমের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘আমার স্বামী কিংবা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কারো কোনো ধরনের শত্রুতা নেই। অথচ কে বা কারা কি কারণে তাকে হত্যা করলো। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান রেজা সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি