ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে ঈদে খুলছে না ব্যবসা প্রতিষ্ঠান

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৫, ১০ মে ২০২০

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বরিশাল দোকান মালিক সমিতি। আজ রোববার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে বন্ধ রাখার এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম। 

মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এর আগে সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে নগরীর কালিবাড়ি রোডস্থ বাসভবনে বৈঠকে বসেন মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। 

মেয়র বলেন, ‘মূলত করোনা সংক্রমণ থেকে নগরবাসী ও বরিশালবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের প্রতি এই অনুরোধ জানিয়েছি।’ অনুরোধ রক্ষা করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, নগরীর চকবাজার, কাঠপট্টি, লাইনরোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতাধিক দোকান রয়েছে। ঈদ কেনাকাটায় প্রতিবছর নগরবাসী এখানেই ভিড় জমিয়ে থাকেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি