ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লকডাউনে দোকান খুলে বিপাকে করোনা পজেটিভ ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১০ মে ২০২০ | আপডেট: ১৭:৫৫, ১০ মে ২০২০

নোয়াখালীর ম্যাপ

নোয়াখালীর ম্যাপ

নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় করোনা আক্রান্ত ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১০ মে) দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম জানান, লকডাউন অমান্য করে চৌমুহনী বাজারের করোনা আক্রান্ত ব্যবসায়ীর দোকান ‘গগণ সাহা ষ্টোর’ খোলায় ওই প্রতিষ্ঠানের মালিক রাজন সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে ওই মালিক তার দোকানের কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য গোপন করে তার সৎকার করেন। পরবর্তীতে তিনিসহ তার দোকানের আরও তিনজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি