ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লোহাগড়ায় করোনাক্রান্ত ৯ জনই সুস্থ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৯, ১১ মে ২০২০

নড়াইলে এখন পর্যন্ত ১৩ জনের শরীরের শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে লোহাগড়া উপজেলার আক্রান্ত ৯ জনই সুস্থ হয়েছেন। 

তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী। রোববার (১০ মে) দুপুরে উপজেলা হাসপাতাল চত্বরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান, আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।  

ডাক্তার শরীফ সাহাবুর রহমান জানান, ‘গত ২২ এপ্রিল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. খালিদ সাইফুল্লাহ, ডা. শরীফুল ইসলাম, ডা. নাঈমা আলী, ডা. স্যাকমো মুকুল হোসেন, ও ইপিআই কর্মী কবির হোসেনের করোনা পজেটিভ হয়। এর দু’দিন পর ডেন্টাল টেকনোলজিস্ট শরিফুল ইসলামও করোনাক্রান্ত হন। তাদের চিকিৎসা চলাকালীন দুই দফায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হলে তা নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনামুক্ত হয়েছেন।’ 

এদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের স্বামী রিয়াজ হাওলাদার এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খানকেও করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। 

এর আগে গত ১৩ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় লোহাগড়া উপজেলাতেই। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রথম করোনা রোগী সৈয়দ সুজন (২৫) সুস্থ হয়ে উঠেন। উপজেলায় মোট ৯ জন করোনাক্রান্ত হলেও সবাই এখন সম্পূর্ণ সুস্থ। এখন পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হননি। 

জেলায় অন্যান্য আক্রান্তরা সদরের। এর মধ্যে তিনজনই চিকিৎসক। তারাও ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন। তবে এখন পর্যন্ত কোন মৃতের ঘটনা ঘটেনি বলে জানান সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি