ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে আরও ৫ জনের করোনা শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪, ১১ মে ২০২০

জয়পুরহাটে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৪ জন। 

রোববার (১০ মে) রাতে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেন। 
 
তিনি জানান, ‘আক্রান্তরা করোনা রোগীর সংস্পর্শ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে এসেছিল। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। এতে ১৫৪ জনের মধ্যে ৫ জনের পজিটিভ আসে।’

আক্রান্তরা হলেন-কালাই উপজেলার আতাহার গ্রামের একই পরিবারের দুই নারীসহ পাঁচগ্রাম, ধাপশিকটা ও আক্কেলপুর উপজেলার একজন করে।  

কালাইয়ের আক্রান্ত সকল রোগীকে আজ সোমবার সকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে নেয়া হয়। এদিকে আক্কেলপুরের খোসলাগাড়ী গ্রামের যুবকের বাড়িতে গিয়ে পায়নি, তবে তাকে আইসোলেশন ইউনিটে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও জয়পুরহাট টিটিসিতে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা শেষে ২৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন। 

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী বলেন, ‘নতুন আক্রান্তরা বেশিরভাগই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি