ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০১, ১১ মে ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে রাজধানী ফেরত আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেন। 
 
ডা. অনুপ জানান, ‘আক্রান্ত তিনজনই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তারা রাজধানী থেকে ফিরেছেন। রোববার রাতে আসা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে।’

সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি