ফেনীতে আক্রান্ত আরও ৮, সাতজনই স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী
প্রকাশিত : ১৩:৩৮, ১১ মে ২০২০
ফেনীতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের সাতজনই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা ও একজন মেডিকেল অফিসার রয়েছেন। বাকি ছয়জনের মধ্যে ৫ জনই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। অন্যজন দাগনভুইয়া উপজেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ‘চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, ‘এখন পর্যন্ত জেলায় মোট ১৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এছাড়া গত ৪১ দিনে করোনা সন্দেহে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৬৬ জনের। ফলাফল পাওয়া গেছে ৪১১ জনের। এখনও অপেক্ষমান ২৫৫টি।’
এআই//
আরও পড়ুন