ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি কাজ বন্ধ করতে ঠিকাদারকে হয়রানির অভিযোগ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১১ মে ২০২০

এস এম মাহতাব

এস এম মাহতাব

Ekushey Television Ltd.

কাজ না পেয়ে মোংলায় অন্য এক ঠিকাদারের নির্মাণাধীন ব্রিজের কাজে বাধাগ্রস্ত করতে নানা রকম গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। নির্মাণাধীন ব্রিজের কাজ বন্ধ করতেও মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ এক ঠিকাদার। 

এ নিয়ে হয়রানি বন্ধ করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাহিদুজ্জামান সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। 

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাহতাব এন্টার প্রাইজের মালিক এস এম মাহতাব অভিযোগ করে বলেন, ‘মোংলা ও এর পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ঠিকাদারী ব্যবসার করে আসছি। সরকারি দপ্তর থেকে কাজ নেয়ার জন্য তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আরো কয়েকজন ঠিকাদার। যথাযথ পন্থা অবলম্বন করে  কম মূল্যে তিনি ওইসব কাজ করার অনুমতি পান। এতে প্রতিদ্বন্দ্বী কাপড় ব্যবসায়ী অন্য এক ঠিকাদার কাজ না পেয়ে তাকে বিভিন্নভাবে হয়রারি করছেন।’
 
স্থানীয় সংবাদমাধ্যম সমাজের দর্পনের এক সাংবাদিক প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সামাজিকভাবে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে নানা রকম গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন ঠিকাদার মাহাতাব। তিনি বলেন, ‘যারা হয়রানি করে সরকারি প্রকল্পের কাজ বন্ধ করতে চান তাদের বিরুদ্ধে আদালতে মামলা করবো।’ 

এ প্রসঙ্গে, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান জানান, ‘ঠিকাদার মাহাতাবের চলমান তিনটি ব্রিজ নির্মাণের প্রতিটি ধাপে তারা কাজ বুঝে নিয়েছেন এবং ছবি সংরক্ষণ করেছেন। কেউ কাউকে হয়রানি করলে সৃষ্টিকর্তার কাছে একদিন জবাব দিতে হবে সকলকে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি