ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেদখল হওয়া সম্পত্তি এক যুগেও ফেরত পাননি মুক্তিযোদ্ধা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ১১ মে ২০২০

মুক্তিযোদ্ধা মো. আ. সোবাহান হাওলাদার

মুক্তিযোদ্ধা মো. আ. সোবাহান হাওলাদার

মোংলায় এক মুক্তিযোদ্ধা ও অবসারপ্রাপ্ত শিক্ষকের পৈত্রিক মালিকানা সম্পত্তি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। 

উপজেলার সুন্দরবন ইউনিয়নে ২০০৯ সাল থেকে দখলে থাকা ওই সম্পত্তি ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা মো. আ. সোবাহান হাওলাদার। প্রশাসনের কাছে লিখিত আবেদনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ধরনা দিয়েছেন অসংখ্যবার। কিন্তু এখন পর্যন্ত পাননি কোন প্রতিকার।

মুক্তিযোদ্ধা সোবাহান হাওলাদার বলেন, ‘২০০৯ সালের ১৮ জানুয়ারি সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পৈত্রিক সূত্রে পাওয়া  একটি চিংড়ি ঘের ও বসতভিটা দখল করেন একই এলাকার রোকা মিয়া, সেলিম ও হালিম হাওলাদার। সেসময় জোর পূর্বক আমার স্ত্রীকে তাড়িয়ে দেয় দখলদাররা।’ 

তিনি বলেন, ‘স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করি। কিন্তু স্বাধীন দেশে আজ আমি পরাধীন। নিজের পৈত্রিক সম্পত্তি একযুগেরেও বেশি সময় ধরে দখল করে নিয়েছেন প্রভাবশালী একটি গোষ্ঠি। প্রশাসন আর সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও নিজের মালিকানা সম্পতি ফেরত পাচ্ছি না। কর্মজীবন থেকে আবসরে গিয়ে এখনও থাকতে হচ্ছে পৌর শহরের ভাড়া বাড়িতে। তাই মৃত্যুর আগে পৈত্রিক সম্পত্তিটুকু ফেরত চাই।’

এদিকে ওই জায়গায় দখলে নেয়া রোকা মিয়া দাবি করেন, ‘মুক্তিযোদ্ধা আ. সোবাহান হাওলাদার তার চাচাতো ভাই। তিনি তার বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া মালিকানায় জায়গাটুকু দখলে রেখেছেন।’ 

এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি