ঝিনাইদহে ২ জনকে কুপিয়ে হত্যা, আহত ৫
প্রকাশিত : ১৬:৪৩, ১১ মে ২০২০
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা- ছবি একুশে টিভি।
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় লাল্টু মন্ডল ও অভি মন্ডল নামে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ জানান, ধুলিয়া গ্রামে খাঁ গোষ্ঠি ও মন্ডল গোষ্ঠির দু’টি সামাজিক দল রয়েছে। অধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এ নিয়ে আগেও মামলা মোকদ্দামা হয়েছে, যা এখনও চলছে।
তিনি আরও বলেন, এরই জেরে আজ (১১ মে) শফিকুল ইসলাম খাঁ’র সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন মন্ডলের সমর্থক লোকমান হোসেন মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সে সেময় তারা অভি ও লাল্টুসহ ৭ জনকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মন্ডল ও অভি মন্ডলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শ করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এনএস/
আরও পড়ুন