ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরিশালে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন আক্রান্ত 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৪, ১২ মে ২০২০

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) এক সেবিকা করোনায় আক্রান্ত হলে তার মাধ্যমে পরিবারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এতে সংক্রমিত হয়েছে দুই শিশুসহ চারজন।  

আক্রান্তরা হলেন, ওই সেবিকার আড়াই বছরের ছেলে, পাঁচ বছরের মেয়ে, ৫০ বছর বয়সী শ্বাশুড়ি ও ৬০ বছর বয়সী শ্বশুর। 

সোমবার (১১ মে) রাতে শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান,  ‘হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্ব পালন করেন ওই সিনিয়র নার্স। গত ৪ মে নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।’ 

তার স্বামী ঢাকায় অবস্থান করায় পরিবারের বাকি চার সদস্যের নমুনা সংগ্রহ করে সোমবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সন্ধ্যায় হাতে পাওয়া ফলাফলে তাদের করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি