ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ত্রাণ সহায়তায় এগিয়ে এলো আশা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১২ মে ২০২০

জয়পুরহাটে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে খাদ্য সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। 

আজ মঙ্গলবার সকালে সংস্থাটি কর্মহীন মানুষের মাঝে সহায়তার জন্য জেলা প্রশাসককে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করে। এসব খাদ্য সহায়তা গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার হক, আশার বগুড়ার অতিরিক্ত বিভাগী ম্যানেজার জিয়াউল হাসান খন্দকার, জেলা ম্যানেজার তরিকুল ইসলাম, কর্মকর্তা ওবাইদুর রহমান, আরোনয়ার হোসেন, সুলতান মাহমুদ, ব্যাঞ্চ ম্যানেজার হারুনুর রশিদ, রফিকুল ইসলামসহ অন্যরা।

আশা কর্মকর্তারা জানান, জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের ১ হাজার প্যাকেট ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি