ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাপাহারে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১২ মে ২০২০

নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত শিশু উপজেলার তাজপুর পশ্চিমপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাব্বি নামের একই বয়সের আরেক শিশুকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু দুটি বাসার অদূরে খেলছিল। এ সময় তারা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এসময় স্থানীয় লোকজন শিশুদুটিকে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামুল হাসানকে মৃত ঘোষণা করেন।’

অপরদিকে, রাব্বি নামের অপর শিশুর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি