ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণের দাবিতে ইউপি কার্যালয় ঘেরাও
প্রকাশিত : ১৬:৪৪, ১২ মে ২০২০
ত্রাণের দাবিতে ইউপি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভের চিত্র- ছবি একুশে টিভি।
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছে ত্রাণ বঞ্চিতরা। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রিক্সা শ্রমিক, রাজমিস্ত্রীসহ বিভিন্ন শেণী পেশার মানুষ এই বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে ত্রাণ সহায়তার জন্য তালিকায় বিত্তবানদের নাম থাকলেও তাতে ঠাঁই হয়নি গরীব-অসহায়দের নাম।
বিক্ষোভকারীদের অভিযোগ, ত্রাণের নামে বার বার আইডি কার্ড নিলেও ইউনিয়নের যারা প্রকৃত গরীব তাদের অধিকাংশই সরকারের ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে নিম্ন আয়ের মানুষ পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিক্ষুব্ধরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কমানা করেন তারা।
এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়ে ওই গ্রাম পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএস/
আরও পড়ুন