ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ১২ মে ২০২০

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬২টি ঘর ও ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

আজ সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা প্রচেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন ৬ রোহিঙ্গা।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, ‘সকালের এ ঘটনায় তিনশ’র অধিক ঘর ও গড়ে ওঠা দোকানপাটের মধ্যে অন্তত ৬০টি পুরোপুরি পুড়ে গেছে। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি