ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১৩ মে ২০২০

সিরাজগঞ্জে সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। বুধবার সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হেলপারের (২০) নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেল বাহী ট্রাক ও কুষ্টিয়া থেকে বগুড়া গামী ধানের গুড়াবাহী ট্রাক গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই হেলপার (২০) মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি