ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৮, ১৩ মে ২০২০

৫৬ কেজি গাঁজাসহ আটক রাসেল মিয়া- একুশে টেলিভিশন

৫৬ কেজি গাঁজাসহ আটক রাসেল মিয়া- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার জেলা শহরের পুনিআউট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রাসেল মিয়া (২০)। তিনি জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলি বড়ভিটা এলাকার দুদু মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিআউট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ রাসেল মিয়াকে আটক করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগ নিয়ে কেউ যাতে মাদক চোরাচালান করতে না পারে সে ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সজাগ দৃষ্টি রাখছে।’ আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি