ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারের সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ১৪ মে ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিক্সা-পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন নিহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের ঢাকা মৌলভীবাজার সড়কের লামুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক। তিনি বলেন, এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

শ্রীমঙ্গল থানার এস আই আলমগীর জানান, বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে একটি সিএনজি অটোরিক্সা শ্রীমঙ্গলের দিকে যাবার পথে কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শ্রীমঙ্গল কৃষি অফিসে কর্মরত নিতাইপদ দাস হাজরা (৩৫) নামে একজন মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাতনামা (৩০) আরো একজন সিনজি আটো যাত্রী মারা যান। এ সময় গুরুতর আহত সিএনজি চালক রুমেল মিয়াকে (৩৫) সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৃত দু’জনই সিএনজি অটোরিক্সা যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ সিএনজি অটো রিক্সা ও পিকআপভ্যানটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি