ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় দুই পুলিশসহ আক্রান্ত আরও ৫ 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ১৪ মে ২০২০

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তরা হলেন, বগুড়া জেলা পুলিশের দুই এসআই ও একজন মো. আলী হাসপাতালের চিকিৎসক। বাকি  দু’জনের একজন বিষ্ণুপুর কাহালুর বাসিন্দা। বুধবারই তিনি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন। আর অন্যজনের বাড়ি সোনাতলায়। তিনিও ওই দিনই ঢাকা থেকে ফেরেন।

এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৪৮ জন। এছাড়া জয়পুরহাটের দুইজনের, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নওগাঁর একটি করে পজেটিভ বাকি সব নেগেটিভ। 

বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চত করেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি