ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচূর

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৭, ১৪ মে ২০২০

বকেয়ো বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ-ভাঙচূর ও অগ্নিসংযোগ করেছে পোশাক শ্রমিকরা। 

এসময় তিনটি কারখানার শ্রমিকরা মহাসড়কের দু’পাশে বিক্ষোভ করে ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-ময়সনসিংহ মহাসড়কের উভয় দিকে পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও শিল্প পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। 

পুলিশ জানায়, সকাল ৮টা থেকে গাজীপুরের টঙ্গীতে শিল্পনগরী বিসিক এলাকার রেডিসন গার্মেন্টস লি. ও প্যাট্রিয়ট ইকো এপারেল লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস ও পূর্ণ বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা প্রথমে বিসিক এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ‘বিসিকের প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস ও রেডিসনসহ আরো কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। তাই, বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা। 

তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি