ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবা-মায়ের কলহে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৪, ১৪ মে ২০২০

বাউফল ম্যাপ

বাউফল ম্যাপ

পটুয়াখালীর বাউফলে বাবা-মায়ের কলহের জেরে জেরিন আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বুধবার (১৩ মে) রাতে উপজেলার নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জেরিন আক্তার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম জাকির হোসেন খাঁন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মা-বাবার ঝগড়াঝাটির প্রতিবাদ করে জেরিন। একপর্যায়ে অভিমান করে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। এর আগে সন্ধ্যার দিকে মা-বাবা দু’জনার ঝগড়াঝাটি হয়। প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকতো তার মা-বাবার মধ্যে। যা তার অপছন্দ ছিল।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহত ওই ছাত্রীর বাবা-মায়ের অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি