ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১৫ মে ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৬ জনে দাঁড়িয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬, আক্কেলপুরে ৫, পাঁচবিবিতে ১ ও ক্ষেতলাল উপজেলার একজন। এতে করে  রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্তের জেলা এখন জয়পুরহাট। আর পূর্ণাঙ্গ সুস্থ হওয়ায় এখন পর্যন্ত বাড়িতে ফিরেছেন ২৪ জন। 

বৃহস্পতিবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ৩৩০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩১৭ জনের নেগেটিভ আসলেও ১৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

তিনি বলেন, ‘নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের গোপনীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে। আক্রান্তরা করোনা রোগীর সংস্পর্শ ছাড়াও সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে ফেরেন।’

হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান সিভিল সার্জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি