ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে নতুন তিনজনসহ আক্রান্ত ৮০  

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৫ মে ২০২০

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নতুন আক্রান্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর এলাকায় আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা দাদা-দাদী। এ নিয়ে ওই উপজেলায় ১৮ জনের করোনা শনাক্ত হল। অপরজন কমলনগর উপজেলার। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। 

সিভিল সার্জন জানান, ‘জেলায় আক্রান্তদের মধ্যে রায়পুরে ১৮, সদরে ২৫, রামগঞ্জে ১৯, কমলনগরে ৮ ও রামগতিতে ১০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। আর হোম আইসোলটেডে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।’ 

এছাড়া, আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৪ জন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি