ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে একদিনেই আক্রান্ত ১০ পুলিশ সদস্য

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪২, ১৫ মে ২০২০ | আপডেট: ১৪:০০, ১৫ মে ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আক্রান্ত এসব পুলিশ সদস্য সৈনিক পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত আছেন। এদের মধ্যে একজন নারী সৈনিক (২২) বাকি ৯ জন পুরুষ। অপর দু’জন মহানগরী ও আগৈলঝাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশকিছু নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজেটিভ আসে। 

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ‘রিপোর্ট পাওয়ার পরপরই ওই ১২ জনের অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। আক্রান্তরা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে এসেছিলেন তা চিহ্নিত করার চেষ্টা চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি