ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১৫ মে ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৮ জনে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
নতুন আক্রান্তদের মধ্যে শুধু দেবীদ্বারে ২৫ ও সিটি কর্পোরেশনে ৩ জন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনায় প্রাণ গেছে ৯ জনের। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৪৮ জনের মধ্যে ৪৬ জন সুস্থ হয়েছেন। 

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা কুমিল্লা মেডিকেল কলেজে ১, দেবীদ্বারে ১০৩, মুরাদনগরে ৩২, লাকসামে ১৪, চান্দিনায় ১৩, তিতাসে ১১, বরুড়ায় ১০, সিটি কর্পোরেশনে ১৪, দাউদকান্দিতে ১০, বুড়িচংয়ে ৯, মনোহরগঞ্জে ৬, নাঙ্গলকোটে ৪, সদর দক্ষিণে ৩, ব্রাহ্মণপাড়ায় ৫, হোমনায় ৩, আদর্শ সদরে ২, মেঘনায় ২, লালমাইয়ে ৩ ও চৌদ্দগ্রামে ২ জন। 

জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ১৭৬ জনের। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি