ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধান কাটতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৪, ১৫ মে ২০২০

মামাবাড়িতে ধান কাটতে গিয়ে সাজ্জাদুল মোল্যা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাজ্জাদুল স্থানীয় মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র এবং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাছবাড়িয়া বিলে মামার ধান কাটতে যান সাজ্জাদুল। এরপর জমি থেকে ধানের আটিগুলো মাথায় করে রাস্তার উঠার সময় পিছলে পড়ে যান তিনি। এ সময় ধানের আটিগুলো বুকের ওপর পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামাবাড়িসহ সাজ্জাদুলের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
 
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘সাজ্জাদুলের মাথা থেকে ধানের আটি পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি