ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে দোকানগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১৫ মে ২০২০

করোনার সংক্রামণ রোধে দিনাজপুরের হিলিতে লকডাউন চলমান থাকলেও দোকানগুলোতে পণ্য ক্রয়-বিক্রয়ে মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। অধিকাংশ দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

স্বাস্থ্য বিধি মেনে চলার বিধি নিষেধ থাকলেও দু’একটিতে মানা হলেও অধিকাংশ দোকানেই তার বালাই নেই। 

আজ শুক্রবার হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর মানুষের ভিড়। বিশেষ করে পোশাক ও জুতার দোনানগুলোতে নারীদের উপস্থিত চিল অধিক সংখ্যক। সেই সাথে নিয়ে এসেছেন শিশুদেরও। গায়ের সাথে গাঁ ঘেষে পণ্য কিনছেন তারা, অনেকের মুখে নেই কোন ধরনের মাস্ক। এমনকি দোকানগুলোতে যারা পণ্য বিক্রি করছেন তাদেরও হাতে নেই, গ্লোবস মুখেও নেই মাস্ক। 

একইসাথে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেক দোকান এরপরেও তাদের দোকান খোলা রাখছেন।

পণ্য কিনতে আসা শরিফুল ইসলাম জানান, ‘মেয়ের জন্য একটি জামা কিনতে এসেছিলাম, কিন্তু বাজারে যে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যার কারণে ভয়ে পোশাক না কিনে বাড়ি ফিরে যাচ্ছি। করোনায় যেখানে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে তার কোনটিই মানা হচ্ছেনা বাজারে। হিলিবাজারের দোকানগুলো আগের রুপে ফিরেছে, এতে আক্রান্তের ঝুকি বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’

নাম না প্রকাশ করার শর্তে এক দোকানি বলেন, ‘আমরা দোকানে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, বিক্রয় কর্মীদের মাস্ক ও গ্লোবস দিয়েছি। কিন্তু ক্রেতাদের কোন প্রকারেই এসব নির্দেশনা মানানো যাচ্ছেনা। তাদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, আবার কোন ক্রেতাকে কিছু বললে সে আর দোকানে আসবেনা। যার কারণে আমাদের সেটি করাও সম্ভব হচ্ছে না।’   

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এ প্রতিবেদককে জানান, ‘বাজারে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। হয়তো বা দেশের অন্যান্য স্থানের মতো হিলি বাজারেরও সকল দোকানপাট বন্ধ হতে পারে।’ 

এ বিষয়ে শিগগিরই নির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি