ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই গুরুতর আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ১৫ মে ২০২০

যশোরের বেনাপোলে জমি নিয়ে বিরোধে ছোটভাই শরিফুলের ছুরিকাঘাতে বড়ভাই জিয়াউর গুরুতর আহত হয়েছেন। আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা গ্রামের শহিদুল ইসলাম কুরোনের ছেলে।

স্থানীয়রা জানান, জিয়াউরের আপন ছোট ভাই শরিফুল ইসলাম কিছুদিন যাবত তাদের বসতবাড়ি বিক্রি করার জন্য চাপ দিয়ে আসছিল। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে জিয়াউরকে তার ছোট ভাই শরিফুল বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। 

আহত জিয়াউরকে তার মা প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে অবস্থা গুরুতর হলে সেখানকার চিকিৎসকরা ঢাকায় নিতে বলেন।  

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার (এএসআই) ওবায়দুর রহমান জানান, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি