ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ১৫ মে ২০২০ | আপডেট: ২১:২৯, ১৫ মে ২০২০

সুনামগঞ্জ’র মানচিত্র

সুনামগঞ্জ’র মানচিত্র

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত নিজাম উদ্দিন (৩৫) জয়নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে নারীও রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে জয়নগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তৈয়ব আলীর মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। একই সঙ্গে আহত আব্দুল লতিফ, জালাল মিয়া, বিল্লাল হোসেন, তাছবি বেগমসহ অন্যরা ছাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার সকালে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি