ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে আরও ৮ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭, ১৬ মে ২০২০

গাজীপুরে নতুন করে আরও ৮ জন পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা  ৪৯৬ জনে দাঁড়ালো। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০৪ জন। 

শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ছাড়াও পুলিশ‌ সদস্যরা রয়েছেন।

কয়েক দফা নাটকীয়তার পর খুলে দেয়া হয় দেশের পোশাক কারখানাগুলো। আর এতে করেই আক্রান্তের সখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অবস্থা আরও বেগতিক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি