ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১৬ মে ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কাদৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মিয়া বাড্ডা গ্রামের মৃত লিল মিয়ার ছেলে। 

পুলিশ জানিয়েছে, রাতে জাহাঙ্গীর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন সাংবাদিকদের জানান, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি