ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে কৃষক হত্যা মামলার গ্রেফতার ২১

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১৬ মে ২০২০

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফি মোল্যা (৩৫) হত্যা মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ  শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কামালপ্রতাপ বাজারে চায়ের দোকানের সামনে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে এবং মারধর করে হত্যা করা হয়। 
এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে এজাহারনামীয় ২৯ এবং অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে আসামিরা গা ঢাকা দেয়।’ 

তিনি  জানান, ‘শনিবার বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আসামিরা। পরে তাদের গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ (৫৮) ২১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ‘এজাহারভুক্ত ২৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হলেও বাকি আটজন এখনও পলাতক রয়েছেন।’ 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি