ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যানবাহনে চাদাঁবাজিকালে ভুয়া পুলিশ আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ১৬ মে ২০২০

জয়পুরহাট ম্যাপ

জয়পুরহাট ম্যাপ

জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে যানবাহনে চাদাঁবাজিকালে সময় মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আজ শনিবার সকাল থেকে তিলকপুর বাজার সড়কে মোটর সাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে তিনজন যুবক ধানকাটা শ্রমিক পরিবহন ও সাধারণ যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করে। দুপুরের দিকে স্থানীয় লোকজন পুলিশের আচরণে সন্দেহ করলে তাদেরকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করে।

এসময় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সিদ্দিকুরের ছেলে মেহেদী হাসানকে পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেলসহ আটক করতে পারলেও তার সহযোগী টুটোন (১৭) ও শোহান (২৫) নামে দুজন পালিয়ে যায়। পুলিশ গিয়ে মেহেদি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি