ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জে সেনাবাহিনীর ধান ও সবজি বীজ বিতরণ 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৬ মে ২০২০

সুনামগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনী। আজ শনিবার দুপুরে জেলার চারটি উপজেলার কৃষকদের হাতে এসব তুলে দেয়া হয়। 

কৃষকদের চাহিদা অনুযায়ী এবং উপজেলা কৃষি অফিসারগণের সঙ্গে সমন্বয় করে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। মহামারি পরিস্থিতিতে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দরিদ্র ৫০ জন কৃষকের মাঝে প্রথম ধাপে এ কৃষি বীজ বিতরণ করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইযাসমিন নাহার রুমা ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ১৭ পদাতিক ডিভিশনের সদস্যগণ।

জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি