ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে করোনা উপসর্গে বিএনপির নেতাসহ ২ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ১৬ মে ২০২০

নোয়াখালীর ম্যাপ

নোয়াখালীর ম্যাপ

নোয়াখালীর চাটখিল ও হাতিয়া উপজেলায় আজ শনিবার করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও হাতিয়া উপজেলার জয়নাল আবদিন (৬০) নামে এক বৃদ্ধ।

নিহত আনোয়ার হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন ধরে জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন তিনি। পরে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে হাতিয়ায় চট্রগ্রাম থেকে আসার দুদিন পর করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন বৃদ্ধ জয়নাল আবদিন। শনিবার ভোরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত আইসোলেসন ইউনিটে তার মৃত্যু হয়। 

এদিকে, এলাকার লোকজন বাধা দিলেও প্রশাসনের সহযোগীতায় লাশ দাফন করা হয়। তার আগে উভয়ের নমুনা সংগ্রহ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি