ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে আরও শনাক্ত ৬, মোট ৩৪

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ১৬ মে ২০২০

ঠাকুরগাঁও জেলার ম্যাপ

ঠাকুরগাঁও জেলার ম্যাপ

ঠাকুরগাঁও জেলায় করোনা পজিটিভের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৬ মে) নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে এবং পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
  
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, ঢাকা হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় শনিবার নতুন করে ৬ জন শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সদর উপজেলায় ১ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন, রাণীশংকৈলে ১ জন ও হরিপুরে ৩ জন। 

এনিয়ে এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ জন। যাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি