ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় চিকিৎসক-নার্সসহ শনাক্ত আরো ৩৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ১৬ মে ২০২০ | আপডেট: ২০:২৪, ১৬ মে ২০২০

চুয়াডাঙ্গার ম্যাপ

চুয়াডাঙ্গার ম্যাপ

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন সহকারী কমিশনার ও চিকিৎসক-নার্সসহ চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শনিবার (১৬ মে) চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫ জন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১১ জন পুরুষ ও ছয়জন নারী, আলমডাঙ্গা উপজেলায় সাতজন পুরুষ, দামুড়হুদা উপজেলায় চারজন পুরুষ ও চারজন নারী এবং জীবননগর উপজেলায় তিনজন পুরুষ রয়েছেন।

এদিকে, এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট ৭৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন এবং একজন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। 

এছাড়া বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ১৪ জন, হোম আইসোলেশনে আছেন ২৬ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৫৪ জন।

আজ (১৬ মে) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টার থেকে পরীক্ষার যে ফলাফল দেওয়া হয়, তাতে দেখা যায়- চুয়াডাঙ্গার ১২৩টি নমুনার মধ্যে ৩৫টি পজেটিভ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি