ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় আক্রান্ত আরও চৌদ্দজন, ১২ জনই পুলিশ সদস্য

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৩, ১৭ মে ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮টি ফলাফলের মধ্যে ১৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 

নতুন আক্রান্তদের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। একজন নার্স, অন্যজন গাড়ি চালক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

আক্রান্ত ১২ জন পুলিশের মধ্যে ৭ জন কনস্টেবল, ২ জন এটিএসআই, ৩ জন এসআই। তাদের বয়স যথাক্রমে ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তারা সকলেই বগুড়া পুলিশ লাইন্সে আছেন।

বাকি দুইজনের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ  হাসপাতালে নতুন যোগদানকৃত ২৬ বছরের নার্স। তার বাড়ি সদরের নুনগোলায়। গত ৭ মে তিনি ঢাকা থেকে ফিরে ১৪ মে নমুনা পাঠালে তার ফলাফল করোনা পজিটিভ আসে।

আক্রান্ত অপরজন, সদরের গোকুল এলাকার ৩৬ বছরের একজন একজন গাড়ি চালক। গত ১৩ মে ঢাকা থেকে ফিরে ১৪ মে নমুনা পাঠালে তার ফলাফলও পজিটিভ আসে বলে জানান ডেপুটি সিভিল সার্জন। 

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে গতকাল শনিবার মোহাম্মদ আলী হাসপাতালের একজন স্টাফ নার্সসহ ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এখন চিকিৎসাধীন ৬৪ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি