ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফেনীতে আরও ২১ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১১, ১৭ মে ২০২০

ফেনীতে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা অর্ধশতকে পৌঁছলো। পাশাপাশি সুস্থ হয়েছেন ৮ জন। ফেনী স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ‘আক্রান্তদের মর্ধ্যে ১২ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে পরশুরারে ৪, ছাগলনাইয়ার ৩, দাঁগনভূঞার ৩ ও সদরের ১১ জন। চট্টগ্রাম ও নোয়খালীতে হতে ৮২ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। সেখানে ২১ জনের নমুনার ফলাফল পজেটিভ আসে।

ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধে ফলাফল পাওয়া গেছে ৭৬০ জনের। এখনও ফলাফলের অপেক্ষায় রয়েছে ১৮৯ জনের নমুনা।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি