ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩২, ১৭ মে ২০২০

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০০ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তরুণ সমাজসেবক মো. ফয়সাল মুস্তারী। আজ রোববার সকাল ৭টা থেকে এ খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি। 

এর মধ্যে চালসহ ইফতারসামগ্রী ও ঈদ উপহার রয়েছে। এর আগে গত ২ মে আরো ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেন মুস্তারী।  
ভ্যান ও মোটরসাইকেলযোগে হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। 

ফয়সাল মুস্তারী বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে এই কঠিন সময়ে ভদ্রবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সমাজের আরো সামর্থ্যবান ব্যক্তি এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করি।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি