ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে করোনা উপসর্গে গার্মেন্টকর্মীর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১৭ মে ২০২০

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তছলিম খান (৪০) নামের এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় পৌরসভার নাঙ্গুলী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান, গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে নাঙ্গুলীস্থ গ্রামের বাড়িতে আসেন তছলিম খান। অবস্থা গুরুতর থাকায় পরের দিন তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হলেও পরিবারের কেউ রাজি হয়নি। রোববার (১৭ মে) সকালে অবস্থার অবনতি হলে বাড়িতেই তার মৃত্যু হয়। 

এদিকে নলছিটি শহরের অপর এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি