ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ১৭ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৭ মে ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮২ জনে। এর মধ্যে মারা গেছেন ১২ জন। আজ রোববার সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা গেছে। 

আক্রান্তরা হলেন, সিটি কর্পোরেশনে ২, আদর্শ সদরে ১, দেবীদ্বারে ৬, মুরাদনগরে ৪, হোমনায় ১, তিতাসে ১, চান্দিনায় ১ ও দাউদকান্দিতে একজন। এছাড়া, হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৮২ জনের মধ্যে ৪৯ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যায় কুমিল্লা মেডিকেল কলেজে ২, দেবীদ্বারে ১০৯, মুরাদনগরে ৩৭, লাকসামে ১৫, চান্দিনায় ১৪, তিতাসে ১২, বরুড়ায় ১০, সিটি কর্পোরেশনে ২১, দাউদকান্দিতে ১২, বুড়িচংয়ে ৯, মনোহরগঞ্জে ৬, নাঙ্গলকোটে ৭, সদর দক্ষিণে ৩, ব্রাহ্মণপাড়ায় ৭, হোমনায় ৫, আদর্শ সদরে ৬, মেঘনায় ২, লালমাইয়ে ৩ ও চৌদ্দগ্রামে ২ জন। 

জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯৮৬টি। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৫৮৪ জনের। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি