ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেরিওয়ালার পাওনা নিয়ে সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১৭ মে ২০২০

সুনামগঞ্জ ম্যাপ

সুনামগঞ্জ ম্যাপ

সুনামগঞ্জের শাল্লায় ফেরীওয়ালার নিকট হতে কাপড় কেনার বকেয়া পাওনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী নিহত হন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুরা উপজেলার নারকিলা গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী। 

শাল্লা থানার ওসি মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধায় নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, শনিবার দুপুরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে কাপড় বিক্রেতা এক ফেরিওয়ালা নিকট হতে পূর্বে কাপড় কেনার বকেয়া পাওনাকে কেন্দ্র করে গ্রামের খালেক মিয়া ও মাঈন উদ্দিনের নিজ নিজ পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজনের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাঈন উদ্দিনের স্ত্রী আঞ্জুরা বিবিসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

এসময় গ্রামবাসী ও স্বজনরা আঞ্জুরা বিবিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি