ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আর নেই

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১৭ মে ২০২০

মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ

মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ

নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দীন আহমেদ (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৬ মে) দুপুরে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবদ্দশায় চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরী শেষে অবসর গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে তিনি জড়িত ছিলেন। 

আজ রোববার সকাল ১০টায় চন্ডীপুর গ্রামের মাঠে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন, মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, আলহাজ্ব মোজাম্মেল হক, জাহিরুল ইসলাম, মোকছেদ হোসেন প্রমুখ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি