ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, চিকিৎসক আক্রান্ত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১৭ মে ২০২০ | আপডেট: ১৭:৪৫, ১৭ মে ২০২০

Ekushey Television Ltd.

শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গে চিকিৎসাধীন বাঁধন ফকির (১৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) ভোরে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

শিশু বাঁধন সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মিলন ফকিরের ছেলে। গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু জানান, মৃত বাঁধনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলের পর জানা যাবে বাঁধন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।  

এদিকে, নড়াইলে সদ্য যোগদানকৃত ডাক্তার স্বপ্না রায় করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। 

তিনি বলেন, ডাক্তার স্বপ্না রায়সহ ১১ জন নতুন চিকিৎসক গত ১২ মে নড়াইলে যোগদান করেন। তারা নড়াইলের কোভিড-১৯ হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগদান করেন। এর মধ্যে স্বপ্না রায় করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় দু’জন করোনা আক্রান্ত আছেন। তাদের চিকিৎসা চলছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি